যুক্তরাষ্ট্র ব্রাজিল চীন ও ভারতের অতিমাত্রায় পরিবেশ দূষণে বাংলাদেশ আরো ক্ষতিগ্রস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন ও ভারতের মতো দেশগুলোর অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণে ভবিষ্যতে বাংলাদেশ আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনায় তিনি আরও বলেন, পৃথিবীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মানুষসহ সব প্রাণী ভালো থাকবে। মাটি, পানি, বাতাস দূষণ না করে সঠিকভাবে ব্যবহার করার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। সম্প্রতি রাজধানীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ার পেছনে পানিদূষণকে দায়ী করেন তিনি।
সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালন কর হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
সকালে এ উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দিন দিন জলবায়ু পরিবর্তনের নতুন নতুন রোগের মোকাবেলা করতে হচ্ছে।
নিজেদের দূষণে নয়, বরং উন্নত দেশগুলোর অতিমাত্রিক দূষণের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশে হঠাৎ ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব বাড়ার পেছনে পানিদূষণকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী ।
স্বাস্থ্য ভালো রাখতে দেশের মাটি, পানি ও বায়ু ভালো রাখার আহবান জানান, স্বাস্থ্যমন্ত্রী।