রংপুর বিভাগের সব বাস সার্ভিস বন্ধ করে দেয়ার আল্টিমেটাম বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বেতন বৃদ্ধির মিথ্যে অজুহাতে বন্ধ থাকা ঢাকা-রংপুর দুরপাল্লার বাস ও কোচ সার্ভিস ৪৮ ঘন্টার মধ্যে চালু করা না হলে, রংপুর বিভাগের সব বাস সার্ভিস বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে, বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন।
বিকেলে ঢাকার গাবতলীতে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ। এসময় তিনি আরো জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলতি মাসের ৪ এপ্রিল, রংপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নির্দেশে ঢাকা-রংপুর রুটে বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। সংবাদ সম্মেলনে আরো দাবী করা হয় ইতিপূর্বে শ্রমিকদের বেতন বিভিন্ন ধাপে সাড়ে ৩শ’ টাকা বাড়ানো হয়েছে। দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের সহায়তাও চাওয়া হয়।