নিত্যপণ্যের দাম আবার কিছুটা কমতির দিকে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে রোজার উত্তাপ কমতে শুরু করেছে। রোজা শুরুর এক সপ্তাহ আগেও যে দামে বেগুন, শসা, লেবু, মরিচ, ধনেপাতা বিক্রি হতো, রোজার একদিন আগে হঠাৎ এসব নিত্যপণ্যের দাম গড়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে পঞ্চম রোজার পর নিত্যপণ্যের দাম আবার কিছুটা কমতির দিকে। এদিকে, ভোক্তা অধিদপ্তরের দাবি– নিয়মিত তদারকির ফলে বাজারে দাম কমতে শুরু করেছে।
উচ্চমূল্যের বাজারে রমজানকে কেন্দ্র করে রাজধানীতে আরেক দফা লাগামহীন হয়ে পড়ে নিত্যপণ্যের মূল্য। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক চড়া দামে বিক্রি হতে থাকে লেবু, শসা, বেগুনসহ বেশকিছু খাদ্যপণ্য। তবে চাহিদা কমে যাওয়ায় পঞ্চম রোজার পর থেকে আবার কমতে শুরু করেছে কিছু কিছু পণ্যের দাম। কিন্তু বেগুন এবং কাঁচামরিচের দামে ওঠানামা চলছেই।
এদিকে, আগের মতোই বেশি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় অন্যসব খাদ্যপণ্য। এতে দিশেহারা সাধারণ মানুষ।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার এবং কক মুরগীর দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।
ওদিকে, শুক্রবার সকালে রাজধানীর কাওরানবাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। নিয়মিত তদারকির ফলে বেশিরভাগ পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে বলে দাবি পরিচালকের।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটরোধে রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।