তিস্তা অববাহিকায় হঠাৎ অস্বাভাবিক পানি বৃদ্ধিতে ডুবছে খেত খামার
- আপডেট সময় : ০৩:৫৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ভরা চৈত্র মাসে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যার মতো পরিস্থিতি। তিস্তা নদীর পানি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ভারত থেকে উজানের ঢলের পানি ছেড়ে দেয়ায় ডুবছে দেশের ক্ষেত-খামার।
তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে ভারতীয় অংশে বৃষ্টি হওয়ায় পানি বেড়েছে বলে জানানো হয়েছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড বলছে, গত চার দিনে আড়াই ফুট পানি বেড়েছে। এ সময়ে যা অস্বাভাবিক। অসময়ের এ পানিতে তলিয়ে গেছে তিস্তা অববাহিকার মধ্য ও নিম্নাঞ্চল। অনেকে পানি থেকে কাঁচা ধান কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছে। ডুবে গেছে নদী তীরের তিল, বাদাম ও কাউন ক্ষেতও। গত চারদিন ধরে হাঁটুপানিতে ডুবে আছে চরাঞ্চলের মৌসুমি পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়াসহ নানা জাতের উঠতি ফসল। নীলফামারীর তিস্তা সেচ ব্যারেজের ছয়টি জলকপাট খুলে দেয়ায় নিম্নাঞ্চলে পানি বেড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চরাঞ্চলের কৃষকরা। পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে যাচ্ছে একের পর এক হাওর। বাঁধ রক্ষায় রাতদিন স্বেচ্ছাশ্রমে প্রাণপণ চেষ্টা করছেন স্থানীয় কৃষকরা।