পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর বিপণিবিতানগুলো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন পুরোটাই বেমানান। তাই রমজানের শেষের দিকের ভিড় এড়িয়ে শুরুতেই পছন্দসই কেনাকাটা করে নিচ্ছেন অনেকে। এদিকে করোনার ধাক্কা সামলিয়ে এবার ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর বিপণিবিতানগুলো।
যানজটের স্থবিরতা কাটিয়ে, ছুটির দিনে রাজধানীর সুপার মার্কেটগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের এই ভিড়।
ঈদে নতুন পোশাকে হবে না তা কি হয়? তাইতো রোজার শুরুতেই পছন্দসই কেনাকাটা করে নিচ্ছেন আনেকেই।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, এখনো জমে ওঠেনি ঈদের বেচাবিক্রি। কেউ আসছে কিনতে আবার কেউ আসেন দাম যাচাই করতে।
তবে গতবারের তুলনায় এবার পোশাকের দাম তত বাড়েনি, বলেও জানান বিক্রেতারা।
গত দুই বছর করোনার কারণে যে ক্ষতি হয়েছে এবারের ঈদে তা পুষিয়ে নেয়ার আশা ব্যাবসায়ীদের ।