নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মহাতীর্থ অষ্টমী স্নানোৎসব পালিত
- আপডেট সময় : ০৫:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চৈত্রের মাসের শুক্লাষ্টমী তিথিতে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে স্নান করেন দেশ-বিদেশের সনাতন ধর্মালম্বী লাখ লাখ পুন্যার্থী। একইভাবে কুড়িগ্রাম, জামালপুর ও সিরাজগঞ্জের হিন্দুরাও একই উৎসব পালন করেছেন।
নারায়ণগঞ্জে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে প্রতিবছর চৈত্রের মাসের শুক্লাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ-বিদেশের সনাতন ধর্মালম্বীদের লাখ লাখ পুন্যার্থী।
একইভাবে কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রাজার ভিটার ঘাট এলাকায় স্নান উৎসব হয়। কথিত আছে, রাজা পরশুরাম ব্রহ্মপুত্র নদে ত্রি-মোহনায় স্নান করে মাতৃহত্যার পাপ মোচন করেছিলেন।
হিন্দুধর্মালম্বিদের মতে, সারা বছরের গ্লানি আর পাপ মোচন করতে পূর্ণতীর্থ অষ্টমীর স্নানে নিজেকে নিস্পাপ করা যায়। জামালপুরে চলছে ৩ দিনের মেলা।
সিরাজগঞ্জের যমুনার ঘাটে স্নান উৎসবে ফুল, ফল, তুলসী, বেলপাতাসহ বিভিন্ন উপকরণ উৎসর্গ করে ভক্তরা মহাষ্টমীর স্নানে প্রার্থনা করেন অংশগ্রহণকারীরা।