রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে
- আপডেট সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডায়রিয়া পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। মার্চের তুলনায় এপ্রিলে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। প্রতি ঘন্টায় ৭০ থেকে ১০০ জন আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। পানিতে দুর্গন্ধ, বিশুদ্ধ পানির অভাবকে ডায়রিয়ার জন্য দুষছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি উত্তরণে অস্বাস্থ্যকর খাবার পরিহার, বিশুদ্ধ পানি পান ও জনসচেতনতা জরুরি।
কথা ছিলো মায়ের কোলে শুয়ে হাসবে, খেলবে; কিন্তু মা আর সন্তানের মাঝে দূরত্ব তৈরি করেছে ডায়রিয়া। হাসপাতালের এক কক্ষে কাতরাচ্ছে মা আর সন্তান অন্য কক্ষে বাচাঁর যুদ্ধ করছে।
এমন কঠিন বাস্তবতা রয়েছে আরও অনেকের মাঝে।
রাজধানীর বিভিন্ন এলাকা ও বাইরের সারি সারি ডায়রিয়া রোগী ছুটে আসছে মহাখালীর আইসিডিডিআর’বি হাসপাতালে। শয্যা সংখ্যার কয়েক গুণ বেশি রোগী আসায় হাসপাতালের দু’পাশে ছাউনি দিয়ে চলছে চিকিৎসা।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে ৬০ বছরে এতো রোগীর চাপ অতীতে ছিল না।
ডায়রিয়া পরিস্থিতি থেকে উত্তরণে সচেতনতার পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিহার ও বিশুদ্ধ পানি পানের তাগিদ দেন ডা. লুবনা শাহরিন।