ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও জুভেন্টাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও জুভেন্টাস। লা লিগায় গেটাফের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে রাত ১টায়।
একই সময় ক্লেরমন্টের আতিথ্য নেবে পিএসজি। রাত পৌনে ১টায় সিরি আয় কাগলিয়ারি’র বিপক্ষে লড়বে জুভেন্টাস। চলতি মৌসুমে মাঠের লড়াইয়ে উড়ছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার আর চ্যাম্পিয়ন্স লিগ সব খানেই দাপট দেখাচ্ছে গ্যালাক্টিকোরা। ইউসিএলে শেষ ম্যাচে চেলসিকে হারানোর আত্মবিশ্বাসকে সঙ্গী করে লা লিগায় নামছে রিয়াল। গেটাফেকে হারিয়ে শিরোপা রেসে আরও একধাপ এগিয়ে যাওয়ার মিশন করিম বেনজেমাদের। ৩০ রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার চেয়ে ৯ পয়েন্ট বেশি। এক ম্যাচ কম খেলা বার্সা আছে তালিকার তিনে, ৫৭ পয়েন্ট নিয়ে।