রাজধানীবাসীর পানির চাহিদা বাড়লেও কমেছে ওয়াসার উৎপাদন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গ্রীষ্মের দাপদাহের সঙ্গে রাজধানীবাসীর পানির চাহিদা বাড়লেও, কমেছে ওয়াসার উৎপাদন। রোজা রেখে মানহীন পানি নিয়ে চরম বিপাকে নগরবাসী।
শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানিতেও বেড়ে গেছে দূষণ। এসব পানি পরিশোধন করে খাবার উপযোগী করা দুরূহ হয়ে পড়ছে। সায়েদাবাদ ও চাঁদনীঘাট ওয়াটার ট্রিটমেন্ট থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কম পানি উৎপাদন করা হচ্ছে। একইভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া ও লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় গভীর নলকূপে পানির উৎপাদনও কমেছে। এ অবস্থায় চাহিদার আলোকে প্রত্যাশা পূরণ করতে পারছে না ঢাকা ওয়াসা। পাশাপাশি গ্রীষ্ম মৌসুমের শুরুতে ওয়াসার সরবরাহ করা পানিতে অতিমাত্রায় দুর্গন্ধ দেখা দিয়েছে। নিরুপায় হয়ে এসব পানি পান করে ডায়রিয়াসহ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন নগরবাসী।