রাজধানীর যানজটে দৈনিক আর্থিক ক্ষতি দেড়’শ কোটি টাকা
- আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীতে যানজটে দৈনিক আর্থিক ক্ষতি প্রায় দেড়’শ কোটি টাকা। আর নষ্ট হয় ৮২ লক্ষ কর্মঘন্টা। এ তথ্য দিয়েছেন বুয়েট অধ্যাপক ও সড়ক বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিআরটিএ’র গাফিলতি ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে শৃঙ্খলা ফিরছে না সড়কে। এর খেসারত দিতে হচ্ছে জনগণকে।
রোজায় তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। সকাল থেকেই বিভিন্ন সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা বাড়ার সাথে সাথে সে সারি আরো দীর্ঘ হয়। এর ফলে সব থেকে বেশি বিপাকে পড়ে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
পুরো রাজধানীর চিত্র একই। সড়কে চালকরা নিয়ম-শৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে, জানালেন ট্রাফিক পুলিশ।
এদিকে এ যানজটের কারণে কি পরিমাণে আর্থিক ও সময়ের ক্ষতি হচ্ছে তা তুলে ধরলেন এই সড়ক বিশেষজ্ঞ।
এমন পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার পরামর্শ তার।