স্প্যানিশ লা লিগায় জয়রথ ছুটছেই বার্সেলোনার
- আপডেট সময় : ০৩:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয়রথ ছুটছেই বার্সেলোনার। পাঁচ গোলের ম্যাচে এবার লেভান্তেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বার্সা। তিন পেনাল্টির একটি রুখে দিয়ে বার্সার জয়ের নায়ক গোলরক্ষক টের স্টেগান। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি-লিভারপুল ম্যাচে জেতেনি কেউই। ২-২ গোলে ড্র হয়েছে দু’দলের হাইভোল্টেজ ম্যাচ।
অনেক নাটকীয়তার পর স্বস্তি। রেলিগেশনের শঙ্কায় লেভান্তে যে কতটা ভয়ঙ্কর তা আবারও হাড়ে হাড়ে টের পেয়েছে বার্সেলোনা। অবশ্য পুরো ম্যাচে চোখে চোখ রেখেই লড়াই করা লেভান্তে খেই হারায় ম্যাচের শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত হাল না ছেড়ে বার্সেলোনা ভেসেছে জয়ের আনন্দে। পাঁচ গোলের থ্রিলার ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে কাতালান শিবির।
প্রথমার্ধে বলের দখলে থাকলেও গোলের সুযোগ খুব একটা তৈরী করতে পারেনি বার্সা। ঘটনাবহুল এই ম্যাচের তিন পেনাল্টি আর পাঁচ গোল- সবই হয়েছে দ্বিতীয়ার্ধে।
বিরতির পর দানি আলভেসের ভুলে পেনাল্টি পায় লেভান্তে। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন মোরালেস।
মিনিট দুয়েক পর আবারও পেনাল্টি পায় লেভান্ত। তবে, এবার আর গোল পায়নি, রজার মার্তির পেনাল্টি ঠেকিয়ে বার্সার মান বাঁচান টের স্টেগান।
খেলার মোড় ঘুরে তখনই। চার মিনিটের ব্যবধানে দুই গোল। অবামেয়াং আর পেদ্রি নাম তোলেন স্কোরশিটে।
৮২ মিনিটে তৃতীয় পেনাল্টি পায় লেভান্তে। স্পট কিকে স্কোরলাইন ২-২ করেন স্প্যানিশ মিডফিল্ডার গনসালো মেলেরো।
তবে, হাল ছাড়েনি বার্সা। টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার আত্মবিশ্বাস বিফলে যেতে দেয়নি জাভি শিষ্যরা। ৯২ মিনিটে বার্সাকে জয় এনে দেন লুক ডি ইয়ং।
ইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি আর লিভারপুল শুরু থেকে ছড়ায় তুমুল উত্তেজনা। শেষ পর্যন্ত আর জেতেনি কেউই। ড্রয়ে শেষ হয় ম্যান সিটি-লিভারপুল মহারণ