শেরপুরে পুলিশের সামনেই এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবর্দীতে পুলিশের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিও ভাইরাল হয়েছে। গেল ২৩ মার্চের ঘটনার ভিডিওটি ভাইরাল হয় গতকাল।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে হালুয়াহাটি গ্রামের শেখবর আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো জাকির হোসেন জিকোর। ২২ মার্চ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন শেখবর। পরদিন এসআই ওয়ারেজ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই জিকোসহ ৪/৫ জন শেখবর আলীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, ভিডিওটি আলোচনায় আসার পর এসআই ওয়ারেজকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।