ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে
- আপডেট সময় : ০৭:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
এবার ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে এবং ফিরতি টিকেট পাওয়া যাবে ১ মে থেকে। কাউন্টারের পাশাপাশি টিকেট বিক্রি হবে অনলাইনেও। অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয় পত্র লাগবে। ট্রেনের অগ্রীম টিকেট বিক্রি এবং যাত্রী সেবার মান বাড়াতে কাউন্টার বাড়ানোসহ নেয়া হচ্ছে নানা প্রস্তুতি। অন্যদিকে, ঈদে ঘরমুখো মানুষকে নিরবচ্ছিন্ন সেবা দিতে বাসের টিকেট কালোবাজারি বন্ধসহ ভাড়া না বাড়ানোর কথা জানায় বাস-ট্রাক মালিক সমিতি।
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের বাড়ি ফেরাকে কেন্দ্র করে ২৩ এপ্রিল সকাল ৮ টা থেকে কাউন্টারে ও সকাল ৬ টা থেকে অনলইনে পাওয়া যাবে ট্রেনের অগ্রিম টিকেট। কমলাপুরে ২৩টি কাউন্টার ছাড়াও নারীদের জন্য থাকবে সংরক্ষিত কাউন্টার।
অগ্রিম টিকিট ব্যবস্থায় ২৩ এপ্রিল পাওয়া যাবে পাঁচ দিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকেট, ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের,২৬ এপ্রিল পাওয়া যাবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে ১ মে’র টিকেট। ঈদের ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে থেকে।
ভোগান্তি-বিড়ম্বনা কমানোসহ যাত্রীসেবার মান বাড়াতে টিকিট কালোবাজারি বন্ধসহ অনলাইন ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হবে।
এদিকে, বাংলাদেশ বাস ট্রাক ওনারস এসোসিয়েশনের এ্যাসিষ্টেন্ট জেনারেল সেক্রেটারি রাকেশ চন্দ্র ঘোষ বলেন, সব কিছু বিবেচনায় নিয়েই আগামী সপ্তাহের শুরু থেকে বাসের আগাম টিকিট বিক্রি কথা রয়েছে। যাত্রী সেবায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার কথাও জানান তিনি। বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়াতেই বিক্রি করা হবে বাসের অগ্রিম টিকেট।
যাত্রীদের অভিযোগ এড়াতে শিডিউল বিপর্যয় না করার আশাও ব্যক্ত করেন তিনি।