নেশার টাকা জোগাড় ও ঋণ পরিশোধের জন্য নিজের ফুপাকে গলা কেটে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নেশার টাকা জোগাড় ও ঋণ পরিশোধের জন্য নিজের ফুপাকে গলা কেটে হত্যা করেছে তানভির আহম্মেদসহ তার দুই সহযোগী। হত্যার পর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এক মাসের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, মুসলিম ও আবু সাফিকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি শাটার গান, ৪ রাউন্ড গুলি, লুণ্ঠিত অলংকার ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়। তিনি আরও বলেন, তানভীর মাদকাসক্ত ও ঋণগ্রস্ত ছিল। গ্রেফতার ওই দু’জন এবং ভারতে পালিয়ে যাওয়া তানভীরসহ চারজন মিলে একটি টিম গঠন করে।