পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর আবু মুছা হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর আবু মুছা হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। ২০০৩ এর ১৩ আগস্ট সকালে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আবু মুছা খাঁকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে, নিহতের স্ত্রী রহিমা খাতুন সাঁথিয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
সাতক্ষীরার আশাশুনিতে মোবাশ্বির হোসেন নামের এক কলেজ ছাত্রকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। প্রেম সম্পর্কের বিরোধে বন্ধুকে হত্যা করে সে।
বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে মোঃ বুদু মন্ডল নামে এক ব্যক্তির যাবজ্জীবন করাদন্ড দেয়া হয়েছে।