সড়ক নিয়ে ব্যবসা করছে রাজশাহীর কাটাখালী পৌরসভা
- আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আয় বাড়ানোর নামে সড়ক নিয়ে ব্যবসা করছে রাজশাহীর কাটাখালী পৌরসভা। বালুর ট্রাক চলাচলের জন্য মোটা অংকের অর্থে ইজারা দেয়া হয়েছে সড়ক। তবে বালু ট্রাকের ধকলে দেড় কোটি টাকার নতুন সড়কটি টেকেনি তিন মাসও। ফলে এ সড়ক দিয়ে আর সাধারণ মানুষ চলাচল করতে পারছে না।
২০১৮-২০১৯ অর্থবছরে দেওয়ানপাড়া থেকে শ্যামপুর বালুঘাট পর্যন্ত দুই কিলোমিটার শহীদ ইদ্রিস আলী সড়ক নির্মাণে হাত দেয় কাটাখালী পৌরসভা। ২০১৯ অক্টোবরে নির্মাণকাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্বাস আলী। দুটি প্যাকেজে সড়কটি নির্মাণে খরচ ধরা হয় দেড় কোটি টাকা।
তবে সড়কটির হাল দেখে বিশ্বাস করা কঠিন, কিছুদিন আগেই নির্মাণ করা হয়েছে। কেবল বালুবাহী ট্রাক চলাচলের কারণে পাকা সড়কের অস্তিত্বই নেই আর।
সড়কটি দিয়ে এখন আর সাধারণ মানুষ চলাচল করতে পারে না। পুরো সড়কের কার্পেটিং উঠে কাঁচা সড়কে রূপ নিয়েছে।
পৌরসভার নথিপত্রে দেখা যায়, পদ্মা নদীর বালুমহালের ট্রাক যাতায়াতের জন্য সড়কটি এক কোটি ৭০ লাখ ৮৩ হাজার টাকায় ইজারা দিয়েছেন পৌর মেয়র। তবে জেলা প্রশাসন বলছে, জনসাধারণের চলাচলের সড়ক ইজারা দেয়ার সুযোগ নেই।
একাধিক মামলায় কারাগারে থাকায় বক্তব্য পাওয়া যায়নি পৌর মেয়র আব্বাস আলীর। তবে পৌর সচিব জানিয়েছেন, পৌরসভার আয় বাড়ানোর জন্য ইজারা দেয়া হয়েছে সড়কটি।
আগের মেয়াদ শেষ হওয়ায় এবার বাংলা নতুন বছরের জন্য দুই কোটি টাকায় সড়কটি ইজারা দিয়েছে পৌর কর্তৃপক্ষ।