রপ্তানী না করে চট্টগ্রামে প্রনোদণার ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
- আপডেট সময় : ০২:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রপ্তানী না করে প্রনোদণার ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮টি রপ্তানীকারক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত ও ৫টি সিএন্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ
কাস্টমস জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অন্তত ২৫টি রপ্তানীকারক প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করা হয়। এসময় ঢাকা বিজয়নগর ঠিকানার ডো-এম্পেক্স, এমএস খান এন্টারপ্রাইজ, জেটিএফ ইন্টান্যাশনাল, মাসালা ফুডস লিমিটেডসহ ১৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানী না করে প্রণোদনা টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অস্তিত্বও পাওয়া যায়নি। অর্থাৎ শুধু ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে সরকারের প্রণোদনা সুবিধা আত্মসাৎ করা হয়েছে। এসব কাজে কেএইচএল এক্সিম লিমিটেড, একে এন্টারপ্রাইজসহ ৫টি সিএন্ডএফ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।