দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে ‘কমোডিটি এক্সচেঞ্জ’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালু করতে যাচ্ছে পণ্য কেনাবেচার অগ্রিম ব্যবস্থা- কমোডিটি এক্সচেঞ্জ।
এ লক্ষ্যে বিকেলে ঢাকার একটি হোটেলে ভারতীয় প্রতিষ্ঠান- মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বা এমসিএক্সের সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চুক্তি সই হয়েছে। বক্তারা জানান, কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে স্টক এক্সচেঞ্জের মতোই পণ্য কেনাবেচার প্ল্যাটফরম। আপাতত স্বর্ণের বার ও কিছু কৃষিপণ্য দিয়ে চালু হচ্ছে এই প্ল্যাটফরম। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, এর ফলে বিশ্বের বুকে বাংলাদেশ একধাপ এগিয়ে যাবে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর হবে। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে বিভিন্ন ভোগ্যপণ্যের বাজারমূল্য স্থিতিশীল থাকবে।