চালকদের কর্মবিরতিতে ছয় ঘন্টা পর সারাদেশে রেল চলাচল শুরু
- আপডেট সময় : ০১:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
মাইলেজ বেতন, পেনশন ও আনুতোষিক হিসাব সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সারাদেশে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে রেলওয়ের রানিং স্টাফ সমিতি। দুপুরে কমলাপুর রেল স্টেশনে গিয়ে রেলমন্ত্রীর আশ্বাসের পর এই ধর্মঘট প্রত্যাহার করে তারা। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবাইকে নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের বেতন-ভাতা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বুধবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ সমিতি।
কমলাপুর রেলস্টেশনের সহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা ভিড় করেন রেল স্টেশনে। আকস্মিক ধর্মঘটে ক্ষোভ জানান তারা।
দুপুরে কমলাপুর রেলস্টেশনে ছুটে আসে রেলমন্ত্রী। কর্মচারীদের সঙ্গে আলোচনা করে, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা দেন।
রেলমন্ত্রীর আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
আবার সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়।