আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে : রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখাতে হবে। কেউ পরিবারের চার সদস্যের জন্য টিকেট কিনতে চাইলে, তাকে চারজনের পরিচয়পত্রই দেখাতে হবে।
দুপুরে রেল ভবনে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রেলমন্ত্রী। তিনি জানান, আগামী ৩ মে ঈদের সম্ভাব্য দিন ধার্য করে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৭ এপ্রিলের জন্য ২৩ তারিখ এবং ২৮, ২৯, ৩০ ও পহেলা মে’র জন্য যথাক্রমে ২৪, ২৫,২৬ ও ২৭ এপ্রিল টিকিট বিক্রি করা হবে। রেলমন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে বলেও জানান নুরুল্ ইসলাম সুজন।