বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কুয়োর ব্যাঙের সাথে তুলনা করেছেন সিপিডি’র চেয়ারম্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কুয়োর ব্যাঙের সাথে তুলনা করেছেন সিপিডি’র চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান। সকালে জন রির্চাডস ও শাহিদুল ইসলামের যৌথ লেখা বইয়ের পর্যালোচনা নিয়ে ভার্চুয়ালি সভায় এ কথা বলেন তিনি।
“পলিটিক্যাল ইকোনোমি অব এডুকেশন ইন সাউথ এশিয়া” বই নিয়ে ভার্চুয়ালি পর্যালোচনা সভা করে সিপিডি। সভায় শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ায় ঝরে পড়া শিক্ষার্থী ও দারিদ্রের সংখ্যা বেশি। এছাড়া এসডিজি লক্ষ্যমাত্রা নিয়েও নানা প্রশ্ন বলে রয়েছে মন্তব্য করেছেন সভার মূলবক্তা এমরিটাস প্রফেসর ডা. মনজুর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন, সিপিডি’র চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান। তিনি বলেন, মান উন্নয়নে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে গবেষণালদ্ধ ও বর্হিবিশ্বের সাথে সংযুক্ত করতে হবে।