ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে বর্ষবরণ উদযাপন শুরু
- আপডেট সময় : ০২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সারাদেশে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এবারের বর্ষবরণ অনুষ্ঠান। দুবছর পর বর্ণিল সাজে সেজেছে চারদিক। ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করছে দেশবাসী।
জাতি হিসেবে বাঙালী খুবই উৎসবপ্রিয়। তার রেশে দুবছর পর বর্ষবরণে নেমেছে বাঙ্গালীর ঢল।নতুন সূর্যোদয়ে জানান দেয় নতুন বছরের আগমন। মঙ্গল শোভাযাত্রা কিংবা বৈশাখী মেলায় মাতবে বাঙালি নতুন বছর বরণে।
করোনার ভয়াবহতা কাটিয়ে ফের বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর ১৪২৯ কে বরণ করে
চট্টগ্রামবাসী। বৈশাখের মুল আনুষ্ঠানিকতার আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ। ডিসিহিলের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রা
বৈশাখের প্রথম প্রহরে বরগুনা শিমুলতলায় কার্যক্রম শুরু হয়। সংক্ষিপ্ত পরিসরে বের হয়মঙ্গল শোভাযাত্রা।
প্রতিপাদ্য ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হচ্ছে।
রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। তবে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় এবারের তালিকায় নেই পান্তা-ইলিশের আয়োজন। নতুন বছরকে বরণ করতে সকালে নগরীর আলুপট্টি থেকে বের করা মঙ্গল শোভাযাত্রা।
শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় বর্ষবরণ উদযাপিত হয়েছে।
এছাড়াও ঝিনাইদহ, দিনাজপুর, জয়পুরহাট, খাগরাছড়িসহ দেশের সব জেলা-উপজেলায় উদযাপিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।