নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে অবাধে জাটকা শিকার
- আপডেট সময় : ০৩:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় চলছে অবাধে জাটকা ও ইলিশ শিকার। অভিযানে জেলেদের জেলজরিমানা দিতে হচ্ছে। প্রভাবশালীদের একটি চক্র এই অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে ইলিশ শিকার করছে বলে অভিযোগ স্থানীয় জেলেদের। সেই মাছ আবার বিক্রি হচ্ছে হাটে বাজারেও। মৎস্য বিভাগ বলছে, কঠোর পদক্ষেপ নিয়েও সফল হচ্ছে না প্রশাসনের অভিযান।
ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে চলছে দেশের বিভিন্ন নদীতে প্রশাসনের অভিযান। নিষেধাজ্ঞা রয়েছে ভোলার মেঘনার ইলিশা থেকে চরপিয়াল এবং তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১শত ৯০ কিলোমিটার এলাকার দুইটি অভয় আশ্রমে। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছ এসময় নদীতে ডিম ছাড়তে এ এলাকায় আসে।
কিন্তু নদীর পাড়ে এবং হাট বাজারে গেলে দেখা যায় উল্টো চিত্র। নদীতে মাছ শিকারতো চলছেই আবার তা প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাজারে। এই চক্রের সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা।
জেলেদের দাবী মেনে আরো কঠের নজরদারির আশ্বাস দিলেন জেলার মৎস্য কর্মকর্তা।
নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন তিনি।