২১ আগস্ট গ্রেনেড হামলার স্বীকারোক্তি দিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
- আপডেট সময় : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাম্প্রদায়িক উগ্রবাদ থেকে রমনা বটমূলে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি শফিকুল ইসলাম। ঘটনার পর থেকেই নাম পরিবর্তন করে আব্দুল করিম নামে নরসিংদীর ভৈরবে একটি মসজিদে ইমামতি করছিলেন তিনি।
দুপুরে কাওরানবাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পরিচালক খন্দকার আল মঈন। ধর্মীয় উগ্রবাদ থেকে ২০০১ সালে রমনা বটমূলে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে দুটি বোমা হামলার ঘটনায় ১০ জন নিহত হন। গতকাল সন্ধ্যায় নরসিংদীর ভৈরব এলাকা থেকে তাকে গ্রেফতার করে রেব। শরিফুল ইসলাম ছদ্মবেশে বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। তার এসব বক্তব্য নজরদারির ফলে তাকে শনাক্ত করে রেব। এসময় খন্দকার আল মঈন বলেন, রাজধানীর খিলক্ষেত এলাকায় বোমা হামলার পরিকল্পনা করে হরকাতুল জেহাদ সংগঠন- হুজি। বোমা হামলার ঘটনায় করা হত্যা ও বিষ্ফোরফ আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। ২০১৪ সালে হত্যা মামলার ১৪ জনের মধ্যে ৮ জনের মৃত্যুদন্ড আর ৬ জনের যাবজ্জীবন দেয় আদালত। ২০০৮ সালের পর থেকে আত্মগোপনে চলে যায় শফিকুল ইসলাম।