ঘর আছে এমন ব্যক্তিদেরও বরাদ্দ দেয়া হয়েছে সিরাজগঞ্জ আশ্রয়ণ প্রকল্পে
- আপডেট সময় : ০৫:০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সঠিক তালিকা ছাড়াই ঘর আছে এমন ব্যক্তিদেরও দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর। উপহার হিসেবে পাওয়া গৃহে বসবাস করছে না এমন ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। এমন চিত্র সিরাজগঞ্জ সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের।
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩ ধাপে ৪শ ৬৫টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ১ম এবং দ্বিতীয় দফায় বরাদ্দ পেয়েছে ৩শ ৭২টি পরিবার। এছাড়াও তৃতীয় ধাপে আরও ৯৩টি ঘর নির্মাণাধীন রয়েছে।
এর মধ্যে সবচে বড় আশ্রায়ণ প্রকল্প সদর উপজেলার খোকশাবাড়ীতে। ৭ একর খাস জমির উপর নির্মাণ করা হয়েছে মোট ২৬৬টি গৃহ। বরাদ্দ পেয়েছেন ২শ’ ২২টি পরিবার। সরেজমিনে গিয়ে দেখা গেছে এর মধ্যে শতাধিক ঘরে তালা ঝুলছে। কারণ, স্বচ্ছল ব্যক্তিরা পেয়েছেন এই ঘরের বরাদ্দ।
প্রকৃত গৃহহীন পরিবার সরকারের এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ঘরগুলো সঠিক মানুষের কাছে বরাদ্দের ব্যবস্থার দাবি উঠেছে।
এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার বিষয়টি স্বীকার করেছেন। জানান, বরাদ্দ পেয়েও ঘরে বসবাস না করায় তাদের নাম বাতিলের কাজ শুরু হয়েছে।
আর কোন কোন এলাকায় একই রকমের ভুল বরাদ্দে ঘর দেয়া হয়েছে। সেগুলোর তালিকা তৈরির দাবি উঠেছে।