নির্ধারিত হয়েছে ইউক্রেন-স্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নির্ধারিত হয়েছে ইউক্রেন-স্কটল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের সূচি। প্লে-অফ সেমিফাইনালে আগামী ১ জুন মুখোমুখি হবে ইউক্রেন ও স্কটল্যান্ড।
চলতি মাসের শুরুর দিকে হয়ে গেছে কাতার-২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যেখানে আট গ্রুপে ভাগ করা হয়েছে ২৯টি দলকে। প্লে-অফ শেষ না হওয়ায় বাকি রাখা হয়েছে তিনটি ঘর। যার একটি ঝুলে ছিল ইউক্রেন সংকটে। গত ২৪ মার্চ প্লে-অফ সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউক্রেন-স্কটল্যান্ডের। কিন্তু তখন ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সেই ম্যাচ স্থগিত করা হয়। অবশেষে চূড়ান্ত হয়েছে ম্যাচের নতুন সূচি। এই অঞ্চলের প্লে-অফের আরেক সেমিফাইনাল জিতে আগেই ফাইনালে বসে আছে ওয়েলস। ইউক্রেন-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দল আগামী ৫ জুন কার্ডিফে গিয়ে ওয়েলসের মুখোমুখি। সেই ফাইনালের জয়ী দলই পাবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট।