লালমনিরহাটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৭:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
লালমনিরহাটে জুয়ারী সন্দেহে আটকের পর পুলিশ হেফাজতে রবিউল নামের এক যুবকের মৃত্যুর ঘটনায়, ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে রবিউলের। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
লালমনিরহাটের সদর উপজেলার হারাটি ইউনিয়নের কুমারের মাল্লি এলাকা থেকে, বৃহস্পতিবার রাতে জুয়ারী সন্দেহে আটক করা হয় কাজীর চওড়া গ্রামের দুলাল খানের ছেলে রবিউলকে। আটকের কিছুক্ষণ পরেই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের অভিযোগ, স্থানীয় মেলা থেকে ফেরার পথে এসআই হালিমুরের নেতৃত্বে একদল পুলিশ রবিউলকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে।
ঘটনার প্রতিবাদে ও দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবিতে রাতেই মহেন্দ্রনগর বাজারে, লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। চার ঘন্টা অবরোধকালে ভাংচুর করা হয় পুলিশের একটি পিকআপ।
পুলিশি নির্যাতনে মৃত্যু হয়েছে কি না তা তদন্ত করা হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা।
অভিযুক্ত পুলিশের এস আই হালিমুর ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।