বেনাপোল স্থলবন্দরে পুড়ে গেছে ব্লিচিং পাউডারবাহী ৫টি ভারতীয় ট্রাক
- আপডেট সময় : ০৭:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবাহী ৫টি ভারতীয় ট্রাক পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে যায় ট্রাকে থাকা পণ্যসহ আশপাশের অন্যান্য কিছু আমদানি পণ্যও।
ভোরে বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে এ ঘটনা ঘটে। ৪টি ফায়ার সার্ভিস ইউনিট স্থানীয়দের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আনে। বন্দর ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বন্দরের একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন তারা। আগুনে বন্দরে ৫টি ভারতীয় ব্লিচিং পাউডারবাহী ট্রাকসহ বিভিন্ন মেশিনারিজ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে অব্যবস্থাপনার কারণে বন্দরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে।