সতের বছর পর লঞ্চ চলছে গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট রুটে
- আপডেট সময় : ০৮:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
১৭ বছর পর পরীক্ষামূলকভাবে লঞ্চ চলছে গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত। এতে স্থানীয় যাত্রীদের সময় বাঁচবে বহুগুণ। বাঁচবে বাড়তি ভাড়া। ফলে স্বস্তির নিশ্বাস ফেলছেন তারা। লঞ্চ সার্ভিসের পাশাপাশি প্রতিদিন এই রুটে চারটি ফেরিও চলাচল করবে। কাজের গতি বাড়লে অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২০০৮ সালে গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট রুটে ওয়াগন ফেরী পারপার বন্ধ হয়ে যায়। নাব্য সংকট কাটাতে রেলওয়ে ফেরিঘাট চ্যানেলগুলো চালু রাখতে বিআইডাব্লিউটি এ নদী খনন শুরু করে। স্রোতের ফলে চ্যানেল গুলো বালুতে ভরাট হয়ে যাচ্ছিলো। ফলে দীর্ঘ ১৪ বছর থেকে এই রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল। উত্তরাঞ্চলের আট জেলার মানুষের যোগাযোগে বড় বাধা ছিলো বন্ধ লঞ্চ সার্ভিস। দীর্ঘ ১৭ বছর পর পরীক্ষামুলকভাবে চালু হলো এ নৌ রুট। এমন খবরে উল্লাসিত দু’পারের মানুষ। ফলে চাপ কমবে বঙ্গবন্ধু সেতুর উপরও। প্রতিদিন এই রুটে চারটি ফেরি চলাচল করবে। ফেরী চলাচলের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষকদের উৎপাদিত সবজি ও অন্য ফসল রাজধানীতে আনা নেয়া হবে এই ফেরী ব্যবহার করেই।