লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন হয়েছে।এদিকে মহেন্দ্র নগরের নিজ বাড়িতে রাতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রবিউলের জানাজায় লামনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর থানার ওসি শাহ আলম অংশ নেন । অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হককে প্রধান করে করা কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার রাতে এসপি আবিদা সুলতানা তদন্ত কমিটি গঠনের কথা জানান। এদিকে মারা যাওয়া রবিউলের পরিবার থেকে এখনো কোনো মামলা না হলেও পুলিশের পক্ষ থেকে জুয়া খেলা ও অপমৃত্যুর দুইটি মামলা হয়েছে।