অপহৃত ১৮ মাসের শিশু আরজু হবিগঞ্জ থেকে উদ্ধার : তিন অপহরণকারী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থেকে অপহৃত ১৮ মাসের শিশু আরজুকে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশুটিকে পাচারের জন্য অপহরণ করা হয়েছিল।
সকালে সিএমপির উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, অপহৃত আরজুর মা একজন গার্মেন্টস কর্মী। ১৩ এপ্রিল সকালে ১২ বছর বয়সী বড় মেয়ে নাজমা আক্তারের কাছে আরজুকে রেখে কাজে যান। এসময় এক অপরিচিত মহিলা নাজমাকে ফাঁকি দিয়ে আরজুকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পরই শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। গতকাল রাতে হবিগঞ্জ থেকে তাকে উদ্ধার এবং অপহরণের হোতা সুমিসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।