রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করলেন মিয়ানমার সেনাবাহিনীর এক দলত্যাগী ক্যাপ্টেন
- আপডেট সময় : ০৯:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গণহত্যার কথা স্বীকার করলেন দেশটির সেনাবাহিনীর এক দলত্যাগী ক্যাপ্টেন। তার নাম নায়-মিয়ো থেট। গত ৬ বছর ধরে রাখাইনে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে, গত বছরের ডিসেম্বরে পালিয়ে যান এবং জান্তা-বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে আশ্রয় নেন তিনি।
সেখানে এসেই গণহত্যার বিষয়টি স্বীকার করেন মিয়ো থেট। একইসঙ্গে এ নিয়ে সাক্ষ্য দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মিয়ো থেট বলেন, রাখাইনে যা হয়েছে, তা উচিৎ হয়নি। ওগুলো ছিল অগ্রহণযোগ্য। মিয়ানমার সেনাবাহিনী বিশ্বাস করতো রোহিঙ্গাদের তাড়িয়ে দিতে হবে। কারণ, যারা সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে সমর্থন দেয় এই রোহিঙ্গারা। তাদেরকে তাড়িয়ে না দেয়া পর্যন্ত শান্তি আসবে না। সামরিক বাহিনীর সদস্যরা পুরো একটি জাতিগোষ্ঠীকে বিতাড়িত করার ইচ্ছা পোষণ করতো। মিয়ো থেট জানান, সামরিক বাহিনীই রাখাইনের বাসিন্দা ও রোহিঙ্গাদের মধ্যে বিভেদ তৈরির জন্য দায়ী। তারাই এই বিদ্বেষের বীজ বপন করেছে।