জমি নিয়ে বিরোধের জেরে বেনাপোলে ভাতিজার হাতে চাচা খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জমি নিয়ে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা। শনিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মগর আলী বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের ছেলে হোসেন আলী জানান, সন্ধ্যায় তার বাবা পৌর আওয়ামী লীগের অফিসে ইফতার শেষে বাড়ি ফিরছিলেন। কাগজপুকুর গ্রামের দোকানের সামনে এলে তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিভিন্ন ধারোলো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। মগরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের আটকে অভিযান চলছে।