শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন ও শরিফুল
- আপডেট সময় : ০৯:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ইনজুরির কারণে এ সিরিজে খেলা হচ্ছে না এই দুই পেসারের।
নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–বিসিবি। তাসকিন, শরিফুল ও মোস্তাফিজুর রহমানসহ যারা ইনজুরি প্রবণ তাদের নিয়ে বিকল্প চিন্তা-ভাবনা করছে বোর্ড। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী মাসের ৮ তারিখ থেকে বাংলাদেশের ক্যাম্প শুরু হবে। যা ৯ তারিখ থেকে পুরোদমে চলবে। এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বোর্ড। ১৫ মে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ২ ম্যাচের টেস্ট সিরিজ। এদিকে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত দুই শতাধিক ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। পরে বাংলাদেশে সফরে আসবে অজিরা। এসময়ে চার বছর মেয়াদে ৪০টির বেশি টেস্ট, ৭০টির বেশি ওয়ানডে এবং ৭৬টির বেশি টি-টুয়েন্টি খেলবে টাইগাররা।