কাল থেকে শুরু ডিপিএল সুপার লিগের লড়াই
- আপডেট সময় : ০৯:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগের লড়াই। প্রথম দিনই মাঠে নামবে ছয় দল। মিরপুরে বিগ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও প্রাইম ব্যাংক। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে লড়বে উড়তে থাকা শেখ জামাল।
আর লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স। আসরে দারুণ ছন্দে শেখ জামাল। ১০ ম্যাচের নয়টিতে জিতে সবার আগে সুপার লিগে উঠে ইমরুল কায়েসের দল। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ ১৮ পয়েন্ট সংগ্রহ ক্লাবটির। ১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। লিজেন্ডস অব রূপগঞ্জেরও সমান ১৪ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে- বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। শিরোপা ধরে রাখার মিশনে বদ্ধপরিকর আকাশী-নীলরা। চতুর্থ স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ছয় জয় নিয়ে তাদের পয়েন্ট ১২। দারুণ সময় কাটছে দলটির উইকেট রক্ষক ব্যাটার এনামুল বিজয়ের।