ফেনীর সাবেক ক্রিকেটার তৈমুর হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে ফেনীর সাবেক ক্রিকেটার কাউছার আলম তৈমুরকে হত্যার অভিযোগে স্ত্রী খাদিজা বিনতে শামস রূপাকে গ্রেফতার করেছে পুলিশ।
ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের এই খেলোয়াড়কে গরম পানি ঢেলে মেরে ফেলার অভিযোগ মামলা করেন তার ভাই তানজুর চৌধুরী। গতকাল সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তৈমুরের। শহরের নাজির রোড এলাকার স্বপ্ন কুঠিরের দ্বিতীয় তলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন তৈমুর। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরম পানি দিয়ে ঝলসানোর বিষয়টি তার স্ত্রী অস্বীকার করেন। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।