গাইবান্ধার সাদুল্যাপুরে এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার সাদুল্যাপুরে এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় লাজু মিয়া নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সাদুল্যাপুর উপজেলার তরফপাল গ্রামে ১২ শতক জমি নিয়ে লাজু মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে লাজু ও তারসমর্থকরা বৃদ্ধা লাল মিয়ার বাড়িতে ভাংচুর চালায়। এবং সেসময়েই তাকে বিবস্ত্র করে এলোপাতারি মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্যাপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃদ্ধার মেয়ে লাভলী বেগম ১৪ জনকে আসামী করে থানায় মামলা করেছেন।