কাউকে জোর করে নির্বাচনে আনা কমিশনের দায়িত্ব না : সিইসি
- আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আস্থার সংকট কাটিয়ে ইসি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে এ কথা জানান তিনি। সিইসি বলেন, কাউকে জোর করে নির্বাচনে আনা কমিশনের দায়িত্ব না। তবে, নির্বাচনে সব দলের অংশ নেয়ার পরিবেশ তৈরি করা হবে।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার লক্ষে নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা।
এতে অংশ নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষে মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা।
তবে এখানেও রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েন কেউ কেউ।
মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সবার মতামত নিয়েই সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান তারা।
নির্বাচনে মিডিয়ার ভূমিকা গুরুত্বপর্ণ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।