পাহাড়ী ঢলে সুনামগঞ্জ ও হবিগঞ্জে তলিয়ে গেছে হাওরের ফসল
- আপডেট সময় : ০৩:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের লাখাইয়ে হাওরের ৫শ’ একর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে আরও কয়েকশ’ একর জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধাপাকা ধান কাটছেন কৃষক। তবে শ্রমিক সংকটে ফসলও ঠিকমত ঘরে তোলা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে দশকানিয়া, বারচর, ভোগার বিল, আঠারোদোনা হাওরের অন্তত ৭০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। লাখাইয়ে এ বছর বোরো ধানের আবাদ করা হয়েছে ১১ হাজার ২০০ হেক্টর জমিতে। এরমধ্যে নিচুঁ এলাকায় রয়েছে প্রায় ৫ হাজার হেক্টর জমি। এ অবস্থায় স্থানীয় কৃষকরা জমির আধাপাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। পানি বেড়ে যাওয়ায় হাওরের ধান কাটতে শ্রমিকপ্রতি কৃষকদের গুনতে হচ্ছে তিন হাজার টাকা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।