চট্টগ্রামের হালিশহরে ফাহিম হত্যায় জড়িত আরো একজনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হালিশহরে ফাহিম হত্যায় জড়িত আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কিশোরগঞ্জের নিকলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জানান, শুক্রবার রাত হালিশহর দুলহান কমিউনিটি সেন্টারে ঈদ বস্ত্রমেলায় যান ফাহিম ও তার বন্ধু অভি। এসময় অজ্ঞাতনামা কয়েকজন যুবকের সাথে তাদের কথা কাটাকাটি ও পরে হাতাহাতি বাধে। এক পর্যায়ে সজল নামে একজন ফাহিম এবং তার বন্ধুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান ফাহিম। ছুরিকাঘাতে আহত হন ইমন নামে আরেক যুবক। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন । এ ঘটনায় মামুন নামে আরো একজনকে ডবলমুরিং থেকে গ্রেফতার করেছে পুলিশ।