নানা নাটকীয়তার পর অবশেষে শপথ নিয়েছে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তার পর অবশেষে শপথ নিয়েছে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা। এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও একটি ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন মরিয়াম নওয়াজ।
মঙ্গলবার আইওয়ান-ই-সদরে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান সাদিক সাঞ্জারানি কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ পাঠ করান। শাহবাজের মন্ত্রিসভায় ৩১ জন কেন্দ্রীয় মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা রয়েছেন। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে শপথগ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যায়।
সরকার পিটিআইয়ের সাম্প্রতিক টুইটার প্রবণতা প্রকাশ করার পর সোমবার এই মন্তব্য করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের ভাইস প্রেসিডেন্ট মরিয়াম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে অপবাদ প্রচার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে মিথ্যাচার করা হয়েছিল সেগুলো কয়েকশ মিথ্যা অ্যাকাউন্ট পরিচালনাকারী।