নোয়াখালীর শিশু তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর শিশু তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে গ্রেফতার করেছে রেব।
সকালে নোয়াখালী রেব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, তাসফিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমন ও তার সহযোগী সোহেল, সুজন, নাইমুল এবং আকবরের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে জেলার সুবর্ণচরের চরক্লার্কে অভিযান চালায় রেবের একটি দল। এসময় ওই সন্ত্রাসীরা রেবের উপস্থিতি টের পেয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়লে রেবও পাল্টা গুলি ছুঁড়ে। পরে অবস্থা বেগতিক দেখে তারা পিছু হটার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ৫টি গোলাবারুদ, একটি পিস্তল, একটি পাইপগান ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে বাবার দোকানে বসে থাকার সময় দুই গ্রুপের সংঘর্ষের গুলি লেগে নিহত হয় শিশু তাসফিয়া।