নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষে আহত দোকানকর্মীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মোরসালিন মারা যান বলে জানিয়েছেন তার শ্যালক ফরহাদ হোসেন। ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে একই সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাহিদ হাসান নামে এক কুরিয়ার কর্মীর।