বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রের হামলায় এক ব্যক্তি নিহত
- আপডেট সময় : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫২০ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রের হামলায় মল্লিক দিদারুল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার রাতে রামপালের কুমলাই গ্রামের সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিক দিদারুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হামলাকারী সাত্তার মল্লিককে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে ছেলে আবু বক্কর। স্থানীয়রা জানায়, সাত্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। সাত্তারের স্ত্রী নেই। ফলে দিদারুল আলম সাত্তারকে বিয়ের পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে দিদারুল আলমের ওপর হামলা চালায় বাবা ও ছেলে।
পাওনা টাকা চাওয়ায় রূপসায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে হৃদয় শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। স্থানীয়রা জানায়, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। তারা মুদি দোকানি। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার এক যুবক বাকিতে মালামাল ক্রয় করে।দুপুরের দিকে অন্তর মিঠুর দোকানে আসলে মিঠু বকেয়া টাকার তাগাদা দেয়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি বাধে।পরে হৃদয় ও অন্তরসহ কয়েকজন যুবক মিঠুকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানেই মৃত্যু হয় মিঠুর।