ঈদকে সামনে রেখে ঝিনাইদহে দাম বেশি রাখায় শপিংমলে জরিমানা
- আপডেট সময় : ০৭:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে ঝিনাইদহে দাম বেশি রাখায় শপিংমলে জরিমানা; হবিগঞ্জে বাস ভাড়া বেশি নেয়ায় কাউন্টারকে অর্থদণ্ড এবং ঝালকাঠিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে সেমাই তৈরি করায় জরিমানা করা হয়েছে।
দুপুরে ঝিনাইদহের অভিজাত শপিংমলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন বিদেশী পণ্য পাওয়া গেলে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জে ভাড়ার তালিকা টানিয়ে না রাখায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার শ্যামলী, মামুন ও হানিফ ও এনা পরিবহনের ৫ টিকেট কাউন্ডারকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। দুপুরের এ অভিযানে সহায়তা করে রেব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং অধিক দামে বিক্রির অভিযোগ উঠেছে। দুপুরে শহরের কাঠপট্টিতে কুলসুম সেমাই কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে।