সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে আদায় করা হচ্ছে মুক্তিপণ
- আপডেট সময় : ০৫:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সুন্দরী নারী দিয়ে ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি তুলে আদায় করা হচ্ছে মুক্তিপণ। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়। এতেও কাজ না হলে ভুয়া পুলিশ ডেকে সাজানো হচ্ছে গ্রেফতারের নাটক। ঈদকে সামনে সক্রিয় হয়ে উঠেছে এ ধরনের ফিটিং পার্টি।
এ রকম একটি ফেইসবুক গ্রুপে বাসা ভাড়া নিতে স্ট্যাটস পোস্ট করেছিলেন রাজশাহীতে কর্মরত একটি বহুজাতিক কোম্পানীর একজন কর্মী। আর সেটি দেখে, বাসা দেয়ার কথা বলে ফোনে যোগাযোগ করে শরিফা আক্তার সাথী। সাথীর কথা অনুযায়ী, নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় বাসা দেখতে যান ওই কর্মী। এসময় কৌশলে তাকে ঘরের ভেতর আটকে অন্তরঙ্গ ছবি তোলে সাথী। এক পর্যায়ে ওঁৎ পেতে থাকা ওয়াকিটকি হাতে নিয়ে পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে গ্রেফতারের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৫ হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। যদিও অভিযোগ পেয়ে এই প্রতারকচক্রকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে পুলিশের অফিসিয়াল কেডস ও পরিচয়পত্র প্রতারকদের হাতে কীভাবে গেল–তা ভাবিয়ে তুলেছে
কর্মকর্তাদের।
পুলিশ কমিশনার বলছেন, সাধারণত গ্রাম থেকে শহরে আসা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে এ প্রতারকচক্র। তবে ফেইসবুকে এ ধরনের বেশ কয়েকটি চক্রের নারীদের প্রেমের ফাঁদে পড়ে বিপুল টাকা খেসারত দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্যাংকার, ব্যবসায়ী ও উঠতি বয়সীসহ অনেকেই।
গেল এক বছরে রাজশাহী নগরীতে ফিটিংপার্টির ৩৫সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আর মামলা হয়েছে নয়টি।