হঠাৎ বৃষ্টিতে জমেনি ইফতার বাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
হঠাৎ বৃষ্টির কারণে রাজধানীর ইফতার বেচাবিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। দুপুরের পর থেকে শুরু হয় বৃষ্টি। সেই সাথে কালবৈশাখী ঝড়। গরমের মাঝে বৃষ্টি- রোজাদারদের জন্য সুখকর হলেও বিক্রেতাদের জন্য ছিল হতাশার। তারপরও ব্যবসায়ীরা আশায় আছেন, বাকি দিনগুলোতে ভাল বিক্রির।
হঠাৎ বৃষ্টি হওয়ায় রাস্তায় ও ফুটপাতের ইফতার বাজারে ক্রেতা উপস্থিতি কমে যায়। ইফতারির আগে মুহূর্তে অনেকে আসতে থাকেন রেষ্টুরেন্ট গুলোতে।
হালিম, জিলাপি, জালি কাবাব, মুঠিয়া কাবাব ভিন্নধর্মী খাবার কিনতে দেখা যায় ক্রেতাদের।
হঠাৎ বৃষ্টির কারণে ইফতার বেচাচিক্রি কিছুটা কম বলে জানান বিভিন্ন রেস্টুরেন্ট মালিকরা।
তবে, সামনের দিনগুলোতে ইফতার বেচাবিক্রি ভালো হবে আশা প্রকাশ করেন রেস্টুরেন্ট মালিকরা।