সামুদ্রিক রাজকাঁকড়া-ঝিনুক নিয়ে চলছে গবেষণা
- আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সামুদ্রিক প্রাণী ‘রাজকাঁকড়া’ এবং ঝিনুক নিয়ে গবেষণা ও তার ব্যবহার নিশ্চিত করে সুনীল অর্থনীতির স্বপ্ন দেখছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। কক্সবাজার মৎস্য গবেষণা ইনষ্টিটিউটে চলছে সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণা। সাফল্য আসলে, চিকিৎসা সেবাসহ দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটার আশা করা হচ্ছে।
সামুদ্রিক প্রাণী ‘রাজকাঁকড়া’। রক্তের ঔষধিগুণের কারণে এই প্রাণীটি নিয়ে উন্নত বিশ্বে গবেষণা চলছে ছয়-সাতদশক ধরে। বাংলাদেশে প্রথমবারের মতো এ গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে।
রাজকাঁকড়ার রক্তের রং নীল। এই রক্ত অনেক দামে কেনা বেচা হয়। একগ্যালন রক্তের মূল্যমান বাংলাদেশী টাকায় ৫০ লাখ টাকার কাছাকাছি।
বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন-সামুদ্রিক এই মুল্যবানপ্রাণী ‘রাজকাঁকড়া’র নীল রক্ত মাইক্রোবায়োলজিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্টিতে অনেক মূল্যবান।ওষুধি গুনের কারণে আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা ব্যাপক।
বঙ্গোপসাগরের আরেকটি মুল্যবান সামুদ্রিক প্রাণী ঝিনুক। এই ওয়েস্টারের চাষ নিয়ে ইতোমধ্যে ব্রিডিংয়ের কাজ করার কথা জানান এই বিজ্ঞানি। এছাড়াও ‘সাগরশশা’ ও ‘জেলিফিস’ নিয়েও কাজ করছেন বিজ্ঞানিরা।
এসব পোণা ও খাদ্য বিভিন্ন মাছের হ্যাচারি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিয়ে যাওয়া হয় গবেষণার কাজে।
সামুদ্রিক প্রাণী নিয়ে গবেষণার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির উন্নয়নের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা।