নির্ধারিত সময়ে চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প শেষ করা নিয়ে চরম শঙ্কায়
- আপডেট সময় : ০২:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অর্থ বরাদ্দের অভাবে এবং নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় থমকে গেছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের ১০ কিলোমিটার বাঁধের কাজ। বাঁধের ৩৭টির মধ্যে দু’একটি বাদে বন্ধ রয়েছে বেশিরভাগ প্যাকেজের কাজই। নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে চরম শঙ্কায় সংশ্লিষ্টরা। সামনে বর্ষা মৌসুমে ভাঙ্গণ আতঙ্কে রয়েছেন এলাকাবাসী ও নদীপাড়ের মানুষ।
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের গোয়ালডুবি অংশ। গত বছর বর্ষা মৌসুমে ভাঙ্গণের কবলে পড়ে ৬০ টি পরিবার, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনাসহ বিলীন হয়ে যায় পুরো এলাকা।
পদ্মার ভাঙ্গন থেকে রক্ষায় গেলো অর্থ-বছরে বাখের আলী অংশে ৪ কিলোমিটার সংস্কারসহ নতুন করে ৬.১ কিলোমিটার বাঁধ নির্মানের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নানা কারণে সময়মত কাজ শুরুই করতে পারেনি ঠিকাদাররা। প্রায় ২০ শতাংশের মত কাজ হলেও বর্তমানে অর্থ বরাদ্দের অভাবে এবং নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আবারো থমকে গেছে বাঁধের কাজ।
এদিকে, বর্ষার আগেই বাঁধের কাজ শেষ না হলে আবারো বন্যায় নদী ভাঙ্গনসহ ফসলিজমি ও বসতবাড়ি হারানোর আশঙ্কায় নদী পাড়ের মানুষদের।
ভারতের ফারাক্কা বাঁধের কাছে হওয়ায় পানির চাপ বেশীসহ নানা কারণে এ এলাকায় নদী তীরের বাঁধ রক্ষা নির্মাণ কঠিন হয়ে পড়ে। কর্মকর্তাদের দাবি ঠিকাদাররা কাজ করলে অর্থ বরাদ্দ পাওয়া সম্ভব।
৫৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেগা প্রকল্পে এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ৪০ কোটি টাকা।