সিরাজগঞ্জের দুই উপজেলায় মসজিদ কমিটি ও টাকা তোলা নিয়ে সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে ও সলঙ্গায় মসজিদ নিয়ে সংঘর্ষের জেরে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১৭ জন।
শুক্রবার জুমার নামাজ শেষে সিরাজগঞ্জের সলঙ্গায় চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন খোরশেদ আলমের উপর হামলা চালায়। বাধে সংঘর্ষ। এর মধ্যেই মসজিদে ইমামের জন্য বরাদ্দ অর্থ তোলা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে দিনমজুর বাবুল হোসেন নিহত হন।
শাহজাদপুরের হরিরামপুর গ্রামবাসী জানান, শুক্রবার বিকেলে ঈদগাহ মাঠের কমিটি গঠন নিয়ে লুৎফর রহমান ও আকমল গ্রুপের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে বিপ্লব হোসেনকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।